কবি রহমান হেনরী চাকরি ফিরে পেলেন

কবি রহমান হেনরী। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৯:১৮
সরকারপ্রধানকে নিয়ে ফেসবুকে কবিতা লিখে চাকরি হারানো সিনিয়র সহকারী সচিব মো. সাইদুর রহমানকে পুনর্বহাল করেছে সরকার। তিনি ‘রহমান হেনরী’ নামে কবিতা লেখেন।
২০২২ সালের ১৩ জুন তাকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
চলতি বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এ সময়ে সোচ্চার হন কবি-লেখকরা। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রহমান হেনরীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। এতে বলা হয়েছে, চাকরি হতে বরখাস্তের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে মো. সাইদুর রহমান বকেয়া বেতনাদি, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।
- বিষয় :
- চাকরি
- জনপ্রশাসন মন্ত্রণালয়
- পুনর্বহাল