মাউশির ৪ পদে চূড়ান্ত ফল প্রকাশের দাবি চাকরিপ্রার্থীদের

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ২০:০১
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শক, গবেষণা সহকারী (কলেজ), ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের চূড়ান্ত ফলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
বক্তারা বলেন, ২০২০ সালের ২২ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে ২৮টি পদে ৪ হাজার ৩২ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে ৩ হাজার ৪২২ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু একই সার্কুলার ও একই স্বারক নম্বরের প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী পদে ৬১০ জনের চূড়ান্ত ফল এখনও আলোর মুখ দেখেনি। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্যপদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সে নির্দেশনা পালন করছে না।
তারা বলেন, লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেঙ্কারি কিংবা প্রশ্ন ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। তবুও কর্তৃপক্ষ কোন উদ্দেশ্যে ফল প্রকাশে বিলম্ব করছে, সেটি বোধগম্য নয়।
সংবাদ সম্মেলনে ছিলেন মাইন উদ্দিন, লিটন বিশ্বাস, শারমিন আক্তার, এরশাদ হোসেন, মো. ইব্রাহিম, জোবায়ের আহমদ প্রমুখ।
- বিষয় :
- মাউশি
- চাকরিপ্রার্থী