ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড-শো সোমবার

অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড-শো সোমবার

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫ | ২৩:১২

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য দিকনির্দেশনা, স্কলারশিপ ও টিউশন ফি-সংক্রান্ত হালনাগাদ তথ্য জানাতে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান হাইয়ার এডুকেশন রোড-শো-২০২৫’। আগামী সোমবার রাজধানীর শেরাটন হোটেলে এবং ৮ জুলাই চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে এই রোড-শো অনুষ্ঠিত হবে। শুক্রবার স্টাডিনেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের হাজারো শিক্ষার্থী প্রতিবছর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পাড়ি জমাচ্ছেন উন্নত ডিগ্রি, নিরাপদ ভবিষ্যৎ এবং সম্ভাবনাময় ক্যারিয়ারের আশায়। এই ধারাবাহিকতাকে আরও বাস্তব ও সহায়ক করে তুলতে, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান স্টাডিনেট এই রোড-শোর আয়োজন করতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই রোড-শোতে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের প্রোফাইল অনুযায়ী কোর্স ও ইউনিভার্সিটি নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা, স্কলারশিপ ও টিউশন ফি ডিসকাউন্ট-সংক্রান্ত হালনাগাদ তথ্য, ভিসা আবেদন, ডকুমেন্টেশন, আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন এবং ইনস্যুরেন্স-সংক্রান্ত সহায়তা। শিক্ষার্থীদের মধ্যে যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট, পার্ট-টাইম চাকরি খুঁজছেন তারা গাইডলাইন ও পরামর্শ পাবেন।

এতে বলা হয়, বর্তমানে অস্ট্রেলিয়ায় ২৫ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৫ অনুযায়ী, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বের সেরা একশ’র তালিকায়।  রোড-শোতে অংশ নিতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন www.studynet.com.au/expo-bd।
 

আরও পড়ুন

×