ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মঞ্চে উল্টে পড়লেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস!

মঞ্চে উল্টে পড়লেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:১০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:১১

একের পর অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। কদিন আগে মঞ্চে গান গাওয়ার সময় র দিকে ছুঁড়ে মারা হয় এক নারীর অন্তর্বাস। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। এবার মঞ্চ থেকে উল্টে পড়ে গেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গত ১২ আগস্ট থেকে শুরু হয়েছে নিক জোনাস ও তার দুই ভাই কেভিন ও জোয়ের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর ‘দ্য ট্যুর’। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে সেই ট্যুরের। উদ্বোধনের সন্ধ্যাতেই ‘জোনাস ব্রাদার্স’-এর অনুরাগীদের ভিড়ে কানায় কানায় ভরে উঠেছিল স্টেডিয়াম।

এবার আমেরিকার অন্য শহরেও কনসার্টে ব্যস্ত জোনাস ব্রাদার্স। এমনই এক অনুষ্ঠানের মঞ্চে ঘটল অঘটন। মঞ্চে দাঁড়িয়ে গান গাইছিলেন নিক। হঠাৎ করেই মঞ্চের মধ্যে উল্টে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী!


নিক মঞ্চের যেখানে দাঁড়িয়ে গান গাইছিলেন, তার ঠিক পিছনেই ছিল একটি গর্ত। নিকের অজান্তেই তার দরজা খুলে যাওয়ায় হোঁচট খেয়ে পড়ে যান নিক। তবে নিজেকে সামলে নেওয়ায় তেমন আঘাত পাননি গায়ক। এক মুহূর্ত সময়ও নষ্ট করেননি তিনি। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়েই গানে ফেরেন নিক।

আরও পড়ুন

×