প্রেমিকের সঙ্গে রিয়ামনিকে পুলিশে দিল এলাকাবাসী, আদালতে প্রেরণ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৬:১০ | আপডেট: ২২ জুন ২০২৫ | ১৬:২১
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্স্যার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল রিয়া মনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরার অভিযোগ করেন হিরো আলম। এ সময় হিরো আলমকে মারধরও করা হয়েছে বলে জানান তিনি। এরপরই এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অভি রিয়াজকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয়। এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয়।
বিষয়টি নিয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন সমকালকে জানান, হ্যাঁ, কালকে উভয়কেই থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের উভয়কে আজকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে, বাবার মৃত্যুর সময় হিরো আলম অভিযোগ তোলেন, তার বাবার দেখভাল করেন না স্ত্রী রিয়ামনি। এ জন্য তিনি রিয়ামনিকে ডিভোর্সের ঘোষণা দেন। তখনই সামনে ম্যাক্স অভি রিয়াজের অধ্যায়। অন্যদিকে ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে রিয়া মনির অবৈধ সম্পর্কের কারণেই ঘর ভেঙেছে তারও। হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন। রিয়া মনির সঙ্গে ডিভোর্সের প্রক্রিয়া চলমান রয়েছে হিরো আলমের।
- বিষয় :
- হিরো আলম