ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

গপ্পো

চাঁদ কই?

চাঁদ কই?

.

আফনান আব্দুল্লাহ

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ২৩:৫৯

ঈদ মানেই নতুন চাঁদ। চাঁদ দেখে আমরা খুশি হই। ঈদের জন্য প্রস্তুতি নিই। কিন্তু এই চাঁদে মানুষ পা-রাখার পঞ্চাশ বছর চলছে! এখন চাঁদ আমাদের কতো কাছের মনে হয়। আচ্ছা, যখন মানুষ চাঁদে যেতে পারেনি তখনকার চাঁদ আমাদের থেকে অনেক দূরে ছিল? এই প্রশ্ন সেদিন বাবাকে করেছিলাম। বাবা বলেন, বোকা মেয়ে, চাঁদ পৃথিবী সবই তো ঘুরছে তার কক্ষ পথে। তুই আরও বড় হয়ে নে; তারপর বাবা তোকে সব বুঝিয়ে বলবো। আমি বাবার কথা মাথায় নিয়ে বসে থাকি। আর চাঁদ নিয়ে ভাবি। চাঁদ নিয়ে আমাদের এতো ভাবনা কেন? কতো ছড়া, কতো কবিতা, কতো গল্প এই চাঁদ মামাকে নিয়ে। চাঁদ মামাও আমাদের বড্ড ভালো বাসে। তাইতো বছরে দুবার নিজেকে নতুন করে উপস্থাপন করে আমাদের কাছে। এই দুবারই আমরা চাঁদ মামাকে দেখে ঈদ পালনের জন্য মেতে উঠি। আমি ঈদের চাঁদ দেখে যতোটা খুশি হই তার চেয়ে বেশি খুশি হবো যেদিন চাঁদে যেতে পারবো। চাঁদের মাটিতে পা রাখতে পারলে অনেক অনেক ভালো লাগবে আমার। সেই স্বপ্ন কবে বাস্তব হবে জানি না। সেদিন চাঁদকে ডেকে জিজ্ঞেস করেছিলাম। চাঁদ মামা একটা মুচকি হাসি দিয়ে তাকিয়ে থাকল। আমিও তাকিয়ে ছিলাম। আজও তাকিয়ে আছি। থাকবো ততোদিন; যতোদিন চাঁদের মাটিতে পা রাখতে না পারি!
n বয়স : ২+৩+৩+৩ বছর; সপ্তম শ্রেণি, কুলাউড়া উচ্চ বিদ্যালয়

আরও পড়ুন

×