ছড়া-কবিতা

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ০০:৩৮
প্র জী ৎ ঘো ষ
কদম কেয়ার ফুল ফুটেছে
আষাঢ় এলো বাদল ধারা
ঝরছে ঝিরিঝিরি;
কালো মেঘে সারা আকাশ
রাখছে যেন ‘ঘিরি’।
কদম কেয়ার ফুল ফুটেছে
ওই যে গাছে গাছে;
পাতার ফাঁকে উঁকি দিয়ে
টুনটুনিটা নাচে।
আম কাঁঠালের গন্ধে আজো
মনটা উড়ু উড়ু;
এইতো হঠাৎ রোদের হাসি
আবার বৃষ্টি শুরু।
কচুপাতা কলা পাতার
ছাতা মাথায় দিয়ে;
ইশকুলেতে যাওয়া-আসার
স্মৃতি রয় দাঁড়িয়ে!
আ ল ম গী র ক বি র
আঁকতে বসে
রংপেনসিল হাতে নিয়ে
আঁকতে বসি আমি
আম্মু বলেন শুরু হলো
ছেলেটার পাগলামি।
কি আঁকি আজ কি আঁকি আজ
বসে ভাবতে থাকি,
একটা ফুলের গাছ আঁকলাম
সেই গাছে এক পাখি।
পাতার ফাঁকে ফুল আঁকলাম
পাপড়ি আঁকা বাকি।
ফুলটা তখন ফুটবে বলে
বায়না কেবল ধরে,
ফুলকে বলি আর কিছুক্ষণ
ঘ্রাণ ছড়াবি পরে!
- বিষয় :
- কবিতা