ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মাঙ্গা পদক দিলেন জাপানি রাষ্ট্রদূত

মাঙ্গা পদক দিলেন জাপানি রাষ্ট্রদূত

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ১৩:১৭

জাপানে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়া বাংলাদেশি লেখক এম ই চৌধুরী শামীমকে পদক তুলে দিলেন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূত তার বাসভবনে লেখকের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস পাবলিশার্সের চেয়ারম্যান দিলারা আফরোজ খান রূপা, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী যশোয়া খান চৌধুরী ও এমির কবীর।

বইটির লেখক এম ই চৌধুরী শামীম এবং সহলেখক জাপানের ইওয়ামোতো কেইটা। বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স লিমিটেড। জাপানিদের কমিক ও কার্টুন ধাঁচের চিত্রকলার একটি ফর্ম হচ্ছে ‘মাঙ্গা’।

পুরস্কার তুলে দেওয়ার সময় রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এই পদক বাংলাদেশের জন্য দারুণ এক অর্জন। বাংলাদেশেও মাঙ্গা নিয়ে ভালো কাজ হচ্ছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই আগামী প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশ থেকে আরও বেশি  প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিক।

বাংলাদেশ থেকে এ বারই প্রথম কোনও মাঙ্গা লেখকের বই পুরস্কার পেল। ২০২৩ সালের ১৭তম প্রতিযোগিতায় বিজয়ীদের নাম জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ দিকে ঘোষণা করে। জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, বিশ্বের ৮২ দেশ ও ভূখণ্ড থেকে জমা দেওয়া ৫৮৭টি কাজের মধ্য থেকে বিচারকেরা ১৩টি কাজকে পুরস্কারের জন্য বেছে নেন। ব্রোঞ্জ পদক বিজয়ীর তালিকায় এবার প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পদক জয়ে এই কাজের স্বীকৃতির মাধ্যমে সারা পৃথিবীর মাঙ্গা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মাঙ্গা শিল্পীরা বাংলাদেশ কে নতুন করে চিনতে পারল। এই পুরস্কারের পরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাঙ্গা বইটির প্রথম ১৬ পৃষ্ঠার রিভিউ তুলে ধরা হয়।

জনপ্রিয় মাঙ্গা সিরিজের মধ্যে আছে ডোরেমন, ড্রাগন বল, অ্যাটাক অন টাইটান, এ সাইল্যান্ট ভয়েস অন্যতম। সারা বিশ্বের মাঙ্গা কমিকের বাজার প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০৩২ সালের মধ্যে এটি প্রায় ৫২ বিলিয়ন ডলারের বাজার হবে বলে আশা করা হয়েছে। বিশ্বের প্রায় ১০০ দেশে মাঙ্গার বাণিজ্যিক কার্যক্রম আছে। এবার এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। জাপানে মাঙ্গা নিয়ে যেসব কাজ হয় তার একটি বড় অংশ কোরিয়া, ভিয়েতনাম, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আউটসোর্সিং করা হয়। বাংলাদেশের পদক জয়ে এই কাজের স্বীকৃতির মাধ্যমে সারা পৃথিবীর মাঙ্গা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মাঙ্গা শিল্পীরা বাংলাদেশ কে নতুন করে চিনতে পারল। এখন মাঙ্গা বাণিজ্যের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে। এতে বাংলাদেশেও আউটসোর্সিংয়ের মাধ্যমে মাঙ্গার কাজ আসার সম্ভাবনা তৈরি হলো। এ বছরও লেখক এম ই চৌধুরী শামীমের সম্পাদনায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা শিয়াল পন্ডিত গল্প অবলম্বনে তৈরি জাপানিদের কমিক ও কার্টুন ধাঁচের চিত্রকলা ১৮তম আন্তর্জাতিক মাঙ্গা প্রতিযোগীতায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন

×