কে ক্র্যাফটে শিশুর ভ্রমণ উপযোগী পোশাক

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০০:১৭
বড়দের মতো শিশুরাও ঘুরে বেড়াতে পছন্দ করে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে তাদের মেধার বিকাশ ঘটে। বাড়ন্ত শিশুরা আশপাশের পরিবেশ থেকে বিভিন্ন কিছু শেখে। শিশুর ভ্রমণের পোশাক হওয়া চাই আরামদায়ক। পোশাকের ব্র্যান্ড ‘কে ক্র্যাফট’ নিয়ে এসেছে শিশুর জন্য জুতসই ভ্রমণের পোশাক। শিশুর বয়স অনুযায়ী আরামদায়ক ফেব্রিক এবং বাহারি রঙের পোশাক পেয়ে যাবেন কে ক্র্যাফটে। সেখানে মিলবে সব বয়সী ছেলেমেয়ের জন্য তৈরি পোশাক। পোশাক কিনতে ব্র্যান্ডটির যে কোনো শোরুমে ঢুঁ মারতে পারেন। এ ছাড়া অনলাইন স্টোর kaykraft.com থেকেও অর্ডার করতে পারেন। v
- বিষয় :
- পোশাক শিল্প