ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে নামার আগে ভারতের সুখবর

পাকিস্তানের বিপক্ষে নামার আগে ভারতের সুখবর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ০২:৫১ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ০২:৫১

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ এক সুখবর পেল ভারত। দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা থেকে মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যার ফলে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ডাগ আউটে প্রধান কোচ দ্রাবিড়কে পাচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলি। এত দিন দলের সঙ্গে কোচ হিসাবে থাকা ভিভিএস লক্ষ্মণকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরু ফিরে ভারত 'এ' দলের সঙ্গে যোগ দেবেন।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দ্রাবিড় সুস্থ হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে ভারতের শিবিরে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভারতের জন্য আসন্ন ম্যাচটি হতে যাচ্ছে প্রতিশোধের মিশন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাবর আজমের দলের কাছে ১০ উইকেটে হেরেছিল এশিয়ান জায়ান্টরা। এবার জিতে সে ক্ষতে প্রলেপ দিতে মুখিয়ে আছে ভারত।

আরও পড়ুন

×