ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশকে সম্মান দিচ্ছেন রাহুল

বাংলাদেশকে সম্মান দিচ্ছেন রাহুল

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক, অ্যাডিলেড থেকে

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১০:১৩ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ১০:১৩

বাংলাদেশের বিপক্ষে ভারতের খেলা মানে সংবাদ সম্মেলনে একগাদা এলোমেলো প্রশ্ন। ভারতীয় সাংবাদিকদের আগ্রহের জায়গা এতই ব্যক্তিকেন্দ্রিক, সংবাদ সম্মেলনে আর ম্যাচের আবহ থাকে না। 

মঙ্গলবার অ্যাডিলেড ওভালে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের সংবাদ সম্মেলনেও তাই হলো। দলটির মিডিয়া ম্যানেজার দয়া করে বাংলাদেশি একজন সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ না দিলে প্রতিপক্ষ দ্রাবিড়ের ভাবনা অজানাই থেকে যেত। বাস্তবতা হলো প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলকে সমীহের চোখেই দেখেন তিনি। টি২০ তে বাংলাদেশের রেকর্ড ভালো না হলেও বিশ্বকাপ ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে বলে মনে করেন দ্রাবিড়।

টি২০ ক্রিকেটে ভারত বাংলাদেশের কাছে অজেয় নয়। ২০১৯ সালে দিল্লিতে রোহিত শর্মাদের হারিয়েছিলেন মাহমুদউল্লাহরা। তিন ম্যাচের সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিলেন তাঁরা। ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল, বেঙ্গালুরুর ক্লোজ ম্যাচ, ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনাল খেলা- এ দুই দলের ম্যাচকে দারুণ প্রতিদ্বন্দ্বিতার আবহ দেয়। ভারত-বাংলাদেশের টি২০ ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহও তাই দিন দিন বেড়ে যাচ্ছে। রাহুল দ্রাবিড় সেটা বোধ হয় ভালোভাবে ধরতে পেরেছেন।

তাঁর মতে, 'আমরা তাদের অনেক সম্মান করি। আমি মনে করি, তারা খুবই ভালো একটা দল। এই বিশ্বকাপ এবং এই সংস্করণ আমাদের শিখিয়েছে, কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। টুর্নামেন্টে এমন আরও অনেক গেম দেখেছি। একে তো এটা সীমিত ওভারের খেলা। ১৫ বা ২০ রানে জয়-পরাজয় হয়। এক দুটো শটই এই রানের জন্য যথেষ্ট। সেদিক থেকে বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই।'

আরও পড়ুন

×