ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিম্পল ক্রিকেট খেললেই জিতবেন, আশা জাদেজার

সিম্পল ক্রিকেট খেললেই জিতবেন, আশা জাদেজার

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১২:৪৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১২:৪৯

পুনের উইকেট ব্যাটিং বান্ধব হয়। সেখানে প্রথম ইনিংসে তিনশ’র ওপরে গড় রান। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশও ভালো শুরু পেয়েছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় ৮ উইকেট হারিয়ে ২৫৬ রানে আটকে গেছে। 

ইনিংস শেষে সম্প্রচার মাধ্যমকে ভারতের স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা বলেছেন, উইকেট ভালো। সিম্পল ক্রিকেট খেললেই জিতবেন তারা। 

জাদেজা বলেছেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। তেমন টার্ন নেই উইকেটে। আমরা সিম্পল ক্রিকেট খেললে এই রান তাড়া করতে পারবো। এটাকে ফ্লাট উইকেট বলতে পারি, বল সহজে ব্যাটে এসেছে। আমাদের ব্যাটাররা ভালো ব্যাট করবে এবং সহজে রান তাড়া করবে এই আশা করছি।’ 

বোলিং নিয়ে জাদেজা বলেছেন, ‘স্টাম্প লাইনে বোলিং করতে হবে। কারণ উইকেটে তেমন কিছু নেই। সুতরাং আপনাকে আটোসাঁটো বোলিং করতে হবে। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পুরস্কৃত করা হয়। আমি ফিল্ডিং কোচকে বোঝাতে চেয়েছি, আমি মাঠে আছি।’ 

আরও পড়ুন

×