বক্সিং রিংয়ে সুর কৃষ্ণের ঝলক

বক্সিং রিংয়ে সুর কৃষ্ণা ঝলক দেখিয়েছেন।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩১
বক্সিং রিংয়ে ঝলক দেখালেন বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমা। শনিবার রাতে বনানীর কামাল আতাতুর্ক পার্কে পেশাদার বক্সিংয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতার পাথ টু গ্লোরিতে বিজয়ের হাসি হাসে ইন ঢাকা স্কয়ার।
যেখানে সব আলো কাঁড়েন সুর কৃষ্ণ। শেষ ইভেন্টের লড়াইয়ে তিনি হারিয়ে দেন ভারতীয় বক্সার সন্দ্বীপ কুমারকে। ৮ রাউন্ডের লাইটওয়েট ক্যাটেগরিতে সুর কৃষ্ণ হারিয়েছেন ভারতের শক্তিশালী বক্সারকে।
এমন জয়ে উচ্ছ্বসিত রাঙামাটির এই বক্সার, ‘এই ম্যাচ জেতার কারণে আমার সামনে আরও বড় চ্যালেঞ্জ রইল। আসলে এই প্রতিযোগিতার জন্য অনেক অনুশীলন করেছি। কিন্তু প্রতিপক্ষ বক্সার যে এত কঠিন হবে, এত প্রস্তুতি নিয়ে আসবে সেটা জানা ছিল না। ভেবেছিলাম আহামরি বক্সার। কিন্তু সে কঠিন প্রতিপক্ষ।’
তবে টানা লড়াই করার কাজটা মোটেও সহজ নয়। তবু জিততে পারলে ভালো লাগে। আর প্রতিটি জয়ই দেশের জন্য। যেমনটা বলেছেন সুর কৃষ্ণ, ‘১৫ দিন আগেই লড়াই করে আবারও রিংয়ে নামা সহজ কাজ না। কমপক্ষে ২-৩ মাস বিশ্রাম নিতে হয় পেশাদার বক্সিংয়ে। কিন্তু সেই সুযোগ পাইনি। শুধু ভালো সুযোগের জন্য এই লড়াইয়ে নেমেছি আমি। শুধু ভারতীয় না, যে কোনো বক্সারকে হারানোতেই আনন্দ রয়েছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই গর্বের আমার জন্য।’
৮ রাউন্ডে জেতার কারণে এবার ১০ রাউন্ডের লড়াইয়ে নামতে পারবেন সুর কৃষ্ণ। সেখানে আরো কঠিন প্রতিপক্ষ। তবে নিজেকে নিয়ে আশাবাদী এই বক্সার, ‘খেতাবের লড়াইয়ের জন্য লড়তে পারব এবার। সামনেই ডব্লিউবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) চ্যাম্পিয়নশিপ রয়েছে। যে লড়াইয়ে খেলেছেন মোহাম্মদ আলী, মাইক টাইসনের মতো বক্সাররা। এবার আমি সেই প্রতিযোগিতায় খেলতে পারব। এটা শুধু আমার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যই ইতিহাস। বিশাল বড় অর্জন বাংলাদেশের জন্য।’
- বিষয় :
- অ্যাথলেটিকস
- সুর কৃষ্ণা চাকমা