ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজে নামল সাকিবের লক্ষ্য

বিশ্বকাপ থেকে পাকিস্তান সিরিজে নামল সাকিবের লক্ষ্য

সাকিব আল হাসান। ছবি:: ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৯:৫৪

টি-২০ বিশ্বকাপ চলাকালীন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানান, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে চান তিনি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপ ভালো না যাওয়ায় লক্ষ্য ছোট করে ফেলেছেন তিনি। 

সাকিব জানান, এখন তিন মাস, ছয় মাসের পরিকল্পনা নিয়ে এগোতে চান। ওই হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই তার প্রাথমিক লক্ষ্য। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছেড়েছেন সাকিব। এর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার সামনে দুটি টি-২০ টুর্নামেন্ট আছে। একটা এমএলসি, অন্যটা গ্লোবাল টি-২০ লিগ (কানাডা)। আপাতত পরিকল্পনা এই দুইটা টুর্নামেন্ট খেলা। দেখি নিজের কী অবস্থা। এরপর দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই।’ 

এখন তিন-চার বছরের পরিকল্পনা নিয়ে এগোনের সময় নেই বলেও মন্তব্য করেছেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। তার মতে, নিজেকে বোঝার দরকার আছে। যে কারণে তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাই ভালো। 

সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে সুপার এইট খেলে তাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। তবে যেটা অর্জনের সুযোগ ছিল সেটা তারা পারেননি, ‘যে ধরনের ফলাফল হওয়ার সুযোগ ছিল, ওইভাবে আমরা পারিনি। আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে, ওই দিক থেকে আমরা সফল। কিন্তু যে জায়গার যাওয়ার সুযোগ ছিল, সেখানে যেতে পারিনি। এটা আমাদের জন্য একটু হলেও হতাশার।’

আরও পড়ুন

×