ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রোহিত-বিরাটের পর অবসর প্রসঙ্গ টানলেন বুমরাহ

রোহিত-বিরাটের পর অবসর প্রসঙ্গ টানলেন বুমরাহ

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ১২:০২ | আপডেট: ০৫ জুলাই ২০২৪ | ১২:২৬

বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন বিরাট কোহলি। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানান, এটাই শেষ। সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলেন। এরপর সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলে দেন রোহিত শর্মাও। একদিন পর একই দলে সামিল হন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। 

বিশ্বকাপ জয় দিয়ে ভারতের একটি প্রজন্মের অধ্যায় শেষ হলো। ওই তালিকায় আর কেউ কি যোগ দেবেন? ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার লম্বা করতে জাসপ্রিত বুমরাহ কি টি-২০ থেকে সরে দাঁড়াবেন? ভারতের ক্রিকেটে এমন একটা প্রশ্ন ঘুরছিল। অবশেষে উত্তরটা নিজের মুখেই দিলেন বুমরাহ। 

বিশ্বকাপ জয়ের পর বারবাজোডে ঘূর্ণিঝড় বেরিলে আটকে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। দেশে ফিরে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় সিক্ত হন। মুম্বাইয়ের রাস্তায় ছাদ খোলা বাসে উদযাপন করেন বুমরাহরা। তার আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সঞ্চালকের প্রশ্নে জানান, তিনি অবসর থেকে এখনও বেশ দূরে। 

ইনজুরির জর্জর ৩০ বছর বয়সী পেসার বুমরাহ বলেন, ‘অবসর এখনও অনেক দূরে। আমি অন্তত এমনই আশা করছি। সবে তো শুরু করলাম।’ বুমরাহ অবশ্য সবে শুরু বলতেই পারেন। জাতীয় দলে টি-২০ দিয়ে তার অভিষেক ২০১৬ সালের জানুয়ারিতে। টেস্ট অভিষেক আরও দু’বছর পরে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দশ বছরই হয়নি তার। যেখানে রোহিত ১৭ বছর খেলে ফেলেছেন। বিরাটের অভিজ্ঞতাও কাছাকাছি।

ফাইনালে জেতাতে বড় ভূমিকা রেখেছেন বুমরাহ। স্লগে ম্যাচ বের করেছেন তিনি। বিষয়টি নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘যারা ম্যাচ দেখেছেন তাদের মতো, শেষ ৫ ওভারে মনে হচ্ছিল ম্যাচটা এখান থেকে না হাতছাড়া হয়। কিন্তু শেষ ৫ ওভারে যা হয়েছে তা খুবই বিশেষ। ওই ৫ ওভারের দুটি করেছেন বুমরাহ, যা ছিল অসাধারণ। আমরা ভাগ্যবান যে, আমাদের দলে বুমরাহ ছিল।’   

আরও পড়ুন

×