ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জয় শাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি

জয় শাহর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি

বিসিসি ও বিসিসিআই-এর লোগো।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১২:৫১

ক্রিকেট বিশ্বে ভারতকে সমীহ করে সব দেশ। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ের সিংহভাগই আসে ভারত থেকে। বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই) থেকে সব সময় সহযোগিতা পেয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৪ সালের এশিয়া কাপ ও বিশ্বকাপ আয়োজন করা গেছে ভারতের কাছ থেকে পূর্ণ সমর্থন পাওয়ায়। বর্তমান পরিস্থিতিতে নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরিত হলেও বাংলাদেশের কাছ থেকে হোস্ট রাইট কেড়ে নেওয়া হয়নি।

বিসিসিআই সচিব জয় শাহ বিসিবির পাশে থাকায় এটা সম্ভব হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সমকালকে গতকাল জানান, দেশের ক্রিকেটের স্বার্থে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জয় শাহকে অভিনন্দন জানান তিনি। 

আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ২৭ আগস্ট। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভারতের প্রতিনিধি জয় শাহ একাই মনোনয়ন জমা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে ক্ষমতাধর মানুষ জয় শাহর সঙ্গে কাজ করতে হবে ফারুক আহমেদকে।

স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটের স্বার্থে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি। তিনি ফোনে সমকালকে বলেন, ‘ভারতের কেউ আইসিসির চেয়ারম্যান না হলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকত। কারণ, ক্রিকেটের আয়ের প্রধান উৎস ভারত। জয় শাহ চেয়ারম্যান হয়েছেন। এই পদ না পেলেও ক্রিকেট নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা থাকত। নতুন চেয়ারম্যানকে আমার অভিনন্দন।’

ফারুক প্রথমবারের মতো বিসিবি সভাপতি হলেও বৈশ্বিক ক্রিকেটের খোঁজখবর ভালোই রাখেন। একাধিক মেয়াদে জাতীয় দলের প্রধান থাকায় ক্রিকেট কূটনীতি সম্পর্কে ধারণা আছে তাঁর। বিসিবি ও বিসিসিআইর সম্পর্কের ইস্যুতে তিনি বলেন, ‘আমার কথা হলো, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। কী করলে আমাদের দেশের ক্রিকেট এগিয়ে যাবে, সেভাবে আমাদের পলিসি হওয়া উচিত। কার সঙ্গে কী করলে আমার ক্রিকেটের উপকার হবে, সেটা করব।’

রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নারী বিশ্বকাপ আয়োজন করা না গেলেও হোস্ট রাইট বাংলাদেশের হাতে। আর এটা সম্ভব হয়েছে ভারত সমর্থন করায়। ফারুকের দৃষ্টিতে যেটা ইতিবাচক, ‘একটি উদাহরণ দিই– আমরা খুব সহজে স্বাগতিক সত্তা (হোস্টিং রাইট) রেখে নারী টি২০ বিশ্বকাপ আরব আমিরাতে করতে পারছি তাতে আমাদের কিছু হলেও আয় হবে। হোস্টিং ফির ভাগ পাচ্ছি। আমরা যদি বলতাম বা অন্যরা চাইত, তাহলে আমাদের কাছ থেকে পুরো স্বত্ব অন্যদের কাছে চলে যেতে পারত। সেটা খারাপ হতো। আমরা যে স্বত্বটা রাখতে পেরেছি, সেটার পেছনে নিশ্চয়ই কারও না কারও ব্লেসিংস ছিল। ভালো করতে গেলে সবারই ক্লেসিংস লাগে। সুতরাং ক্রিকেটের উন্নয়নের জন্য যার থেকে যতটুকু নেওয়া দরকার আমরা নেব। এখানে ব্যক্তিগত কোনো চিন্তা না আসাই ভালো।’

ফারুক জানান, আইসিসির নবনির্বাচিত চেয়ারম্যান জয় শাহকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হবে আজ পরিচালনা পর্ষদের সভায়। গুরুত্বপূর্ণ সভায় পূর্বাচল স্টেডিয়াম, স্ট্যান্ডিং কমিটি, জাতীয় দল ও উন্নয়ন কাজ নিয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন

×