টি-২০ সিরিজে বুমরাহ-পান্ত বিশ্রামে!

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ঋষভ পান্ত। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৫
ভারত সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর দুই টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ওই সিরিজে বিরাট-রোহিত-বুমরাহসহ সকল তারকাকে নিয়েই দল সাজিয়েছে ভারত। তবে টি-২০ সিরিজে জাসপ্রিত বুমরাহ, ঋষভ পান্ত, শুভমান গিলদের বিশ্রাম দিতে পারে ভারতের নির্বাচক প্যানেল।
পিটিআই’কে ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শুভমন গিল থাকবেন না বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে। বাংলাদেশ সিরিজ শেষের তিনদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আছে ভারতের। যে কারণে গিলকে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
ঋষভ পান্ত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন, ভয়াবহ ইনজুরিতে পড়েন। গত আইপিএল দিয়ে মাঠে ফেরা পান্তও টানা খেলার মধ্যে আছেন। তিনি বর্তমান ভারতীয় দলের তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হতে পারে।
একইভাবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে। সাম্প্রতিক সময়ে তাদেরও ইনজুরিতে পড়তে দেখা গেছে। পান্ত-গিল না থাকায় ইশান কিষাণ জাতীয় দলে ফেরার সুযোগ পেতে পারেন। বুমরাহ-পান্ত-গিল-সিরাজ ছাড়া কিছুটা তারকাবিহীন দল নিয়েই টি-২০ খেলতে হবে ভারতের। সর্বশেষ টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন।