হিটেই ছিটকে পড়লেন বাংলাদেশের জহির

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ১৪:৩১
বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন জহির রায়হান। কিন্তু চীনের নানজিংয়ে অনুষ্ঠিত ৪০০ মিটার দৌড়ে হিট পার করতেই ব্যর্থ হয়েছেন এই অ্যাথলেট। তৃতীয় হিটে অংশ নিয়ে ছয়জন প্রতিযোগীর মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন জহির।
এই ইভেন্টে মোট পাঁচটি হিটে নাম ছিল ২৯ জন প্রতিযোগীর। তবে তিনজন অংশ না নেওয়ায় ২৬ জন দৌড়ান, যার মধ্যে জহির হয়েছেন ২৫তম। সময় নেন ৪৯.৮৪ সেকেন্ড। প্রতিটি হিট থেকে সেরা দুইজন এবং অতিরিক্ত দ্রুত সময় নেওয়া আরও দুজন সেমিফাইনালে জায়গা করে নেন। আগামীকাল অনুষ্ঠিত হবে ইভেন্টের ফাইনাল।
এ প্রতিযোগিতায় শুরুতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল ইমরানুর রহমানের। কিন্তু চোটের কারণে সরে দাঁড়ালে তার জায়গায় নির্বাচিত হন জহির। গত মাসে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে ৪৭.৭২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক মঞ্চে সেই ফর্ম ধরে রাখতে পারেননি এই তরুণ অ্যাথলেট। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন জহির রায়হান।
- বিষয় :
- অ্যাথলেটিকস