খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন

জাতীয় ক্রীড়া পরিষদ। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫ | ১৬:৩৪ | আপডেট: ১৬ মে ২০২৫ | ১৬:৩৪
১১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পদাধিকার বলে কমিটির আহবায়ক করা হয়েছে খুলনার বিভাগীয় কমিশনারকে।
কমিটির বাকি সদস্যের বেশিরভাগই ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি। সদস্যরা হলেন–সাবেক জাতীয় দলের ফুটবলার ও কোচ মোহাম্মদ ইমাদুল হক খান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার খান আব্দুর রাজ্জাক (রাজ), জাতীয় দলের সাবেক ক্রিকেটাকার ইমরুল কায়েস।
জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক মো: মাসুদুর রহমান (টনি), শুটার খন্দকার তুহিন আহমেদ, সাবেক খেলোয়াড় ও আইনজীবি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ফুটবলার আসিফ কাজল। ছাত্র প্রতিনিধি থেকে মো: মাজহারুল ইসলাম শিহাব, ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলামকে সদস্য করা হয়েছে।
- বিষয় :
- জাতীয় ক্রীড়া পরিষদ