ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুজরাটকে বিদায় করে ফাইনালের লড়াইয়ে মুম্বাই  

গুজরাটকে বিদায় করে ফাইনালের লড়াইয়ে মুম্বাই  

গুজরাটকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ১২:৩৭

হারলে বিদায়, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার হয়ে ফাইনালে যাওয়ার সুযোগ। এমন ম্যাচে শুক্রবার রাতে রোহিত শর্মা দারুণ এক ইনিংস খেলেছেন। পাল্টা জবাব দিয়েছেন গুজরাটের সাই সুদর্শন। কিন্তু স্লগে ঠিকঠাক রান করতে না পেরে ২০ রানে হেরেছে গুজরাট।

এই জয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে আইপিএলের সফলতম দল মুম্বাই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এখন তারা পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে মুম্বাই। ওপেনিং জুটিতে ৭.২ ওভারে ৮৪ রান যোগ করে মুম্বাই। জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭ রান করে ফিরে যান। তিনি চারটি চার ও তিনটি ছক্কা মারেন। সূর্যকুমার ফিরে যান ২০ বলে তিন ছক্কা ও এক চারে ৩৩ রান করে।

মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ রোহিত শর্মা। তিনি ৫০ বল খেলে নয়টি চার ও চারটি ওভার বাউন্ডারিতে ওই রান যোগ করেন। এছাড়া তিলক ভার্মা ১১ বলে ২৫ ও হার্ডিক পান্ডিয়া ৯ বলে ২২ রান করেন। গুজরাটের গের্হাল্ড কোয়েটজে শেষ ওভারে ২২ রান হজম করেন।

জবাবে গুজরাটের শাই সুদর্শন ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১০টি চার ও একটি ছক্কা মারেন এই ওপেনার। তিনে নামা কুশল মেন্ডিস ১০ বলে ২০ ও চারে নামা ওয়াশিংটন সুন্দর ২৪ বলে ৪৮ রান যোগ করেন। সুন্দর পাঁচটি চার ও তিনটি ছক্কা তোলেন।

জয়ের আশা দেওয়া গুজরাট স্লগে লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেনি। শের্ফান রুদারফোর্ড ১৫ বলে ২৪ রান করেন। রাহুল তেওয়াটিয়া ১১ বলে ১৬ রান করেন। ৭ বলে ১৩ রান করেন শাহরুফ খান। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৭ রান দিয়ে ম্যাচ বের করে নেন। 

আরও পড়ুন

×