ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রোটিয়াদের গুড়িয়ে দিলেন কামিন্স 

প্রোটিয়াদের গুড়িয়ে দিলেন কামিন্স 

ডেভিড বেডিংহামকে আউট করে অজি অধিনায়ক প্যাট কামিন্সের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ২০:৩০

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকা বোলিং নিতেই কিছু একটার গন্ধ পাওয়া গিয়েছিল। কাগিসু রাবাদার তোপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২১২ রানে অলআউট হতেই ওই গন্ধ প্রকট হয়। প্যাট কামিন্স প্রোটিয়াদের ১৩৮ রানে অলআউট করে ৭৪ রানের লিড নিয়ে বুঝিয়ে দিয়েছেন লর্ডসের উইকেট নিঁখাদ বোলিং বান্ধব।  

রাবাদার তোপে তবু প্রতিরোধ গড়েছিলেন স্টিভ স্মিথ ও বাও ওয়েবস্টার। শুরুতে অস্ট্রেলিয়া ৬৭ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে স্মিথ ও ওয়েবস্টার দলকে ১৪৬ রানে নেন। স্মিথ ফিরে যান ৬৬ রান করে। ওয়েবস্টার আউট হন দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে। অ্যালেক্স কেরি ২৩ রান যোগ করেন।

জবাব দিতে নেমে প্রথম দিন বিকেলেই ২২ ওভারে ৪৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সকালে দৃঢ়তা দেখাতে থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা ও মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম। যা দীর্ঘ হয়নি। বাভুমা ৮৪ বলে ৩৬ রান করে ফিরে যান। বেডিংহাম ১১১ বল খেলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। পরেই ধসে যায় প্রোটিয়ারা।

অজিদের ধসিতে দিতে কাগিসু রাবাদা নিয়েছিলেন ৫ উইকেট। তিনি ৫১ রান খরচা করেছিলেন। তিন উইকেট নিয়েছিলেন আরেক পেসার মার্কো ইয়ানসেন। প্রোটিয়াদের গুড়িয়ে দিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স তুলে নিয়েছেন ৬ উইকেট। তিনি ১৮.১ ওভার বোলিং করে ২৮ রান দেন। মিশেল স্টার্ক নেন ২ উইকেট।

আরও পড়ুন

×