ওয়ার্ম আপে ফিট হলে খেলানো হবে রিশাদকে

লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১২:২৫ | আপডেট: ০২ জুলাই ২০২৫ | ১৫:৩৪
কলম্বোর কন্ডিশনে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সময় গড়ানোর সঙ্গে তাদের কার্যকারীতা বাড়ে। সিরিজের দ্বিতীয় টেস্টে তা ভালো মতোই বুঝেছেন নাজমুল শান্তরা। এমন উইকেট-কন্ডিশনে লেগ স্পিনার রিশাদ হোসেন হতে পারেন দলের ট্রাম কার্ড।
কিন্তু সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রিশাদের খেলা নিশ্চিত নয়। মঙ্গলবার জানা যায়, রিশাদ পেটের পীড়ায় ভুগছেন। তবে ম্যাচের দিন (বুধবার) দল সূত্রে জানা গেছে, রিশাদ ওই পেটের পীড়া থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছেন। যে কারণে তার ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, টসের আগে কলম্বোয় ওয়ার্ম আপে নামবেন ক্রিকেটাররা। সেখানে রিশাদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। তিনি ম্যাচ খেলার মতো ফিট হলে তাকে একাদশে নেওয়া হতে পারে। অর্থাৎ রিশাদকে একাদশে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
কলম্বোর উইকেটে স্পিন বোলিংয়ের সঙ্গে রিশাদের ব্যাটিংও দলের জন্য কার্যকরী হতে পারে। টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছে তার ব্যাটিংয়ের বিষয়টিও। শেষ পর্যন্ত রিশাদ খেলতে না পারলে একাদশে ঢুকবেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।
- বিষয় :
- রিশাদ হোসেন
- বাংলাদেশ-শ্রীলংকা
- মেহেদী মিরাজ