ইসকোয় চোখ ইউরোপের ছয় শীর্ষ ক্লাবের

ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১ | ০৬:১৩
গ্যারেথ বেল এবং জেমস রদ্রিগেজের দেখানো পথ ধরতে চান ইসকো। স্প্যানিশ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ ছেড়ে নিতে চান নতুন চ্যালেঞ্জ। যেতে চান এমন ক্লাবে যেখানে নিয়মিত খেলার সুযোগ পাবেন। লস ব্লাঙ্কোসদের বেঞ্চে বসে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান না তিনি।
জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে তাই নতুন ঠিকানায় যেতে পারেন ইসকো। সাবেক গেটাফে মিডফিল্ডারকে রিয়াল মাদ্রিদও ছেড়ে দিতে চায় বলে খবর। করোনাকালে তাকে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ ঘরে তোলার সুযোগটা নিতে চায়। সংবাদ মাধ্যম মার্কার দেওয়া খবর অনুযায়ী, ইসকোকে দলে পেতে চায় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসের মতো দল বড় দল।
আর্সেনাল: চলতি মৌসুমের আগেই গানার কোচ মাইকেল আর্তেতা দল গড়তে মোটা অঙ্কের অর্থ খরচা করেছেন। কিন্তু তার দলবদল খুব একটা আলোর মুখ দেখিনি। গুঞ্জন আছে, আর্তেতার চাকরি চলে যেতে পারে। তবে দুঃসময় কাটিয়ে উঠতে আশাবাদী ইংলিশ কোচ। তিনি তাই দলে ভেড়াতে চান ইসকোকে। করতে চান মেসুত অজিলের বিকল্প।
বায়ার্ন মিউনিখ: সর্বশেষ আসরের সর্বজয়ী দল বায়ার্ন মিউনিখ। তাদের দলে ঘাটতি খুবই কম। তারপরও রিয়াল-বার্সার তারকাদের পাওয়ার সুযোগ ছাড়তে চায় না বায়ার্ন। এর আগে যেমন জেমস রদ্রিগেজ দুই মৌসুম ধারে বাভারিয়ান শিবির ঘুরে এসেছেন। বার্সার কুতিনহো খেলে এসেছেন। এবার ইসকোর দিকে চোখ তাদের।
এভারটন: মিডফিল্ডে আবার উইঙ্গে খেলতে পারা ইসকোকে সবচেয়ে বেশি পছন্দ এভারটন কোচ কার্লো আনচেলত্তির। এর আগে জেমস রদ্রিগেজকে দলে টেনেছেন ইতালিয়ান কোচ। কিন্তু ভালো শুরু করেও রদ্রিগেজ পথ হারিয়েছে। এখন আবার ইসকোকে দলে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
এসি মিলান: দীর্ঘদিন পরে আবার লিগ টেবিলে শীর্ষে আছে এসি মিলান। ছন্দটা তারা ধরে রাখতে চায়। লিগ শিরোপা ঘরে তোলার সুযোগটা নিতে চায়। ইসকোর দিকে ইতালির ক্লাবটিও তাই চোখ রাখছে। আক্রমণে ধার বাড়াতে ইসকোর মতো একজন বেশ কার্যকরী হবে তাদের জন্য।
পিএসজি: মৌসুমে পিএসজি চেনা রূপে নেই। কোচ টমাস টাখেলকে তাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফর্মে ফিরতে এবং চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে ইসকোর মতো একজন প্যারিসের দলটির জন্য হয়ে উঠতে পারেন খুবই গুরুত্বপূর্ণ। পিএসজির মাঝ মাঠের শক্তি নিয়ে বরাবরই প্রশ্ন আছে। ইসকো সেখানে যোগ করতে পারেন নতুন কিছু।
জুভেন্টাস: ওল্ড লেডিরা এর আগেও ইসকোকে দলে নিতে চেয়েছে। কিন্তু রিয়াল কোচ জিদান তাকে ছাড়েননি। জুভেন্টাসের বর্তমান কোচ আন্দ্রে পিরলো আবার ইসকোর বড় ভক্ত। লিগে তুরিনের দলটি সেরা অবস্থানে নেই। জেতা হয়নি অধরা চ্যাম্পিয়নস লিগও। ইসকোর মতো ২৯ বছরের অভিজ্ঞ ফুটবলার দলের জন্য তাই হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ।