বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকা
ইন্টারব্র্যান্ড গ্লোবাল

বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ইন্টারব্র্যান্ড গ্লোবাল
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ২৩:৫৬ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ | ১৩:৫৩
বৈশ্বিক করপোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড তালিকায় সেরা ১০০-তে স্থান পেয়েছে শাওমি। উদ্ভাবন, উচ্চ মানের প্রযুক্তিপণ্য ও বিশ্বজুড়ে উপস্থিতির বিবেচনায় সেরা ব্র্যান্ডের তালিকা তৈরি করা হয়। প্রকাশিত তালিকায় শাওমি বৈশ্বিক প্রযুক্তিশিল্পের ব্র্যান্ড হিসেবে ৮৭তম স্থান অর্জন করেছে।
ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড ২৫ বছর ধরে তালিকা প্রকাশে বৈশ্বিক ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। সেরা ব্র্যান্ডের তালিকা তৈরিতে যে কোনো ব্র্যান্ডের সারাবিশ্বে উপস্থিতি, আয়, মুনাফা, ব্র্যান্ডটি সম্পর্কে মানুষের ধারণা, আর্থিক লেনদেন ও ব্র্যান্ড স্ট্রেন্থ স্কোরের ওপর প্রাধান্য দেওয়া হয়।
ইন্টারব্র্যান্ডের সবকটি শর্ত পূরণ করে তালিকায় স্থান পেয়েছে শাওমি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে পরপর দুই বছর ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড তালিকায় ব্র্যান্ডটি স্থান পেয়েছিল।
বিশ্ববাজারে অত্যাধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্র্যান্ডটি নিয়মিত উদ্ভাবনী প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হচ্ছে। ফলে টানা তৃতীয়বার শাওমি স্থান করে নিল ব্র্যান্ড জগতের এই বিশেষ তালিকায়। বৈশ্বিক তালিকায় ব্র্যান্ডের উত্থানের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করে পণ্যের গুণমান, উদ্ভাবনী প্রযুক্তি ও নিরলস গ্রাহক সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড তালিকায় উচ্চমানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি ও প্রচেষ্টার স্বীকৃতি গর্বের। নিঃসন্দেহে এমন তালিকায় স্থান পাওয়া বিশ্বের যে কোনো ব্র্যান্ডের জন্য সম্মানজনক। বিশ্বমানের পণ্য উদ্ভাবনে এ ব্র্যান্ডের প্রচেষ্টার সঙ্গে বিশ্বের কোটি কোটি ব্র্যান্ড ভক্তের বিশ্বাসকে উপস্থাপন করেছে।
ইন্টারব্র্যান্ড সূত্রে জানা গেছে, বর্তমানে শাওমির ব্র্যান্ড মূল্য ৮০০ কোটি ডলারে পৌঁছেছে, যা বার্ষিক প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। এ ধরনের অর্জন ধারাবাহিকভাবে সারাবিশ্বের প্রতিযোগিতার বাজারে ব্র্যান্ডটির দৃঢ় অবস্থানকে নির্দেশ করে।
- বিষয় :
- শাওমি
- শাওমি বাংলাদেশ