ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকায় কম্পিউটার উৎসব

সিটি আইটি ফেয়ার

ঢাকায় কম্পিউটার উৎসব

ঢাকায় চলছে সিটি আইটি উৎসব

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ২১:২৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ২০:৪৫

রাজধানীর আগারগাঁওয়ে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার’ শুরু হয়েছে। আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ঘোষণায় মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি। সুনির্দিষ্ট বেশ কিছু পণ্যে বিশেষ ছাড়ের সঙ্গে চলবে আর্ট, গেমিং এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা।

বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, উৎসবের প্রধান ও অন্যতম উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি। সুদীর্ঘ ২৫ বছর তারই ধারাবাহিকতায় কাজ করছে আইডিবি মার্কেট। নকল প্রযুক্তিপণ্য এ মার্কেটে বিক্রি হয় না। তাই পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে।

সারাবিশ্বের জনপ্রিয় সব প্রযুক্তি ব্র্যান্ড আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো ও স্মার্ট টেকনোলজিস (বিডি) দর্শনার্থী ও আগ্রহীদের জন্য নগদ ছাড়, অফার আর উপহারের পসরা সাজিয়েছে। পণ্য কিনলেই মিলবে নিশ্চিত ছাড় আর উপহার।

২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর বিশাল মেলার মাধ্যমে আইডিবি ভবনের যাত্রা শুরু হয়। সময়ের প্রযুক্তিপণ্য নিয়ে উৎসবটি দর্শনার্থীর সামনে সবশেষ প্রযুক্তির দৃশ্যমান উপস্থিতি সামনে আনবে। টানা ছয় দিনের মেলা ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

আরও পড়ুন

×