ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনায় কম্পিউটার পরিষেবা

গ্যাজেট সেবাকেন্দ্র

খুলনায় কম্পিউটার পরিষেবা

খুলনায় ওয়ালটন কম্পিউটার পণ্যের সেবাকেন্দ্র উদ্বোধন

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ২৩:৩৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৩:৩২

খুলনা শহরে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন হয়েছে। নগরীর  কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারে ডেডিকেটেড পরিষেবা আউটলেট চালু করা হয়। আগ্রহীরা ওয়ালটন ব্র্যান্ডের সব ধরনের কম্পিউটার পণ্য ক্রয় ও অভিজ্ঞতা নিতে পারবেন। বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অভিনেতা আজিজুল হাকিম ও জিনাত হাকিম, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশের প্রতিষ্ঠাতা অনন্য জামান সেবাকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশ্যকীয়। দেশের প্রতিটি প্রান্তে সহজেই ক্রেতারা যেন সাশ্রয়ী দামে আন্তর্জাতিকমানের কম্পিউটার পণ্য ও অ্যাক্সেসরিজ ক্রয় ও পরিষেবা পেতে পারেন, সে জন্যই গুরুত্বপূর্ণ সবকটি শহরে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। বিভাগীয় শহরে বিপণনকারী সম্মেলনে আইটি পণ্যের ব্যবসায়ীদের কম্পিউটার পণ্য ও পরিষেবা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম বলেন, খুলনাবাসীর জন্য এটি সুখবর। প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটনকে খুলনার আইটি মার্কেটে প্রবেশের ফলে অত্র অঞ্চলের আইটি পণ্যের ব্যবসা ও পরিষেবায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে। আগ্রহীরা ওয়ালটন ব্র্যান্ডের পণ্য ও সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
 

আরও পড়ুন

×