ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্মার্টফোন বিক্রির তালিকা প্রকাশ

কাউন্টারপয়েন্ট রিসার্চ

স্মার্টফোন বিক্রির তালিকা প্রকাশ

বিশ্বের সেরা দশ স্মার্টফোন নির্মাতার তালিকা প্রকাশ

সাব্বিন হাসান

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ০০:৪৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১৭:১৮

বছরের শেষ প্রান্তিকে দাঁড়িয়ে স্মার্টফোন শিল্প। চলছে চূড়ান্ত হিসাব-নিকাশ। পরিকল্পনা চলছে আগামী বছরের প্রস্তুতি নিয়ে। তবে সবশেষ বছর কেমন কাটল সবার, তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। সারাবিশ্বে সবক’টি প্রযুক্তি ব্র্যান্ড চলতি বছরে প্রবৃদ্ধি অর্জন করেছে কমবেশি।

তাই সামনের বছরে পিছিয়ে থাকতে রাজি নন কেউই। গবেষণা প্রতিবেদনে ধীরে ধীরে উঠে আসছে চলতি বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির খতিয়ান। টানটান প্রতিযোগিতার বিশ্ববাজারে একে একে উঠে আসছে অনেক মডেলের নাম।

সারাবিশ্বে বিক্রি হওয়া সেরা দশটি স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে শাওমি ব্র্যান্ডের রেডমি ১৩সি মডেল। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

ফ্ল্যাগশিপ মডেলের তালিকায় মডেলটি নবম স্থান অর্জন করেছে। সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সময়োপযোগী ফিচার আর সুলভ দামের কারণে মডেলটি গ্রাহক আকৃষ্ট করতে সফল হয় বলে নির্মাতারা জানান।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, মডেলটি সারাবিশ্বে সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় স্থান পাওয়ার অর্থই হচ্ছে ভক্তদের আস্থা ও সমর্থনের প্রতিফলন। মাইলফলক শুধু পরিসংখ্যান নয়; বরং গ্রাহকের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্র্যান্ডের অঙ্গীকারের প্রমাণ। যারা উদ্ভাবন ও গুণগত মানোন্নয়নে সব সময় অনুপ্রাণিত করে চলেছে। তারই ধারাবাহিকতায় ব্র্যান্ডের রেডমি সিরিজের ১৪সি মডেলের ফিচারে গ্রাহক জনপ্রিয়তা নিশ্চিত করবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ সূত্রে জানা গেছে, চলতি বছর ব্র্যান্ডটি স্মার্টফোন ব্যবসায় যতটা প্রবৃদ্ধি অর্জন করেছে, তার পেছনেও ১৩সি মডেলের অবদান সবচেয়ে বেশি। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে শাওমির স্মার্টফোন খাত থেকে আয় হয়েছে ৬৪২ কোটি ডলার, যা ২০২৩ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৩২ দশমিক ৯ শতাংশ বেশি।

জানা গেছে, বাংলাদেশের বাজারে সেরা পাঁচটি জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে মডেলটি। গ্রাহকের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে সর্বাধুনিক প্রযুক্তির কয়েকটি স্মার্টফোন বাজারের নিয়ে আসার মাধ্যমে নিজেকে সেরাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে  ব্র্যান্ডটি।

আরও পড়ুন

×