ভিডিও কনফারেন্স চালু হচ্ছে এক্সে

ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪ | ১১:০৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৭
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ (সাবেক টুইটার) জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমসের মতো ভিডিও সম্মেলনের নতুন টুল যুক্ত হচ্ছে। সুবিধাটি চালু হলে এক্সে অডিও ভিডিও কলের পাশাপাশি ভবিষ্যতে একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও সম্মেলনও করা যাবে। টুলটির কার্যকারিতা পরীক্ষা চলছে। খবর-টেক ক্র্যাঞ্চ
যদিও এক্স আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ না করেনি। তবে ক্রিস পার্ক নামে প্রতিষ্ঠানটির এক কর্মী টুলটি ব্যবহারের ছবি প্রকাশ করে এক্স-এ একটি পোস্ট দিয়ে লিখেছেন, ভিডিও কনফারেন্সিং টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো সহকর্মীদের সঙ্গে সফলভাবে অনলাইন সভা করা সম্ভব হয়েছে। এ টুলকে গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস ও এডব্লিউএস (অ্যামাজন) চাইমের বিকল্প বলা যেতে পারে।
মজার ব্যাপার হচ্ছে- তার এই পোস্টে ফায়ার ইমোজি দিয়েছেন ইলন মাস্ক। এ কারণে এ টুল নিয়ে আলোচনাও শুরু হয়েছে বেশ জোরেসোরে।
- বিষয় :
- ইলন মাস্ক
- সামাজিক যোগাযোগমাধ্যম
- ভিডিও