ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নরসিংদী কারাগারে হাজতিকে নির্যাতনের অভিযোগ

নরসিংদী কারাগারে হাজতিকে নির্যাতনের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ১২:০৮ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ১২:০৮

নরসিংদী কারাগারে হাজতিকে নির্যাতনের অভিযোগ এনে জেল সুপারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

রোববার সকাল ১১টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হাজতি লিজন মোল্লার মা সাজেদা বেগম অভিযোগ করেন, কারাবিধি অমান্য করে জেলা কারাগারে তার ছেলেকে নির্যাতন করা হয়েছে।

তিনি জানান, চাঁদাবাজির মামলায় গত ১২ জুন লিজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। ১৩ জুন আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। ১৮ জুলাই তাকে দ্বিতীয়বার আদালতে হাজির করার পর ফের তাকে কারাগারে নেওয়া হয়। ওই দিন গভীর রাতে জেল সুপার শফিউল আলমের নেতৃত্বে কয়েকজন কারারক্ষী লিজনকে মারধর করেন। তিনি খবর পেয়ে জেলগেটে গেলেও ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

সাজেদা বেগমের অভিযোগ, বাদীপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেছেন জেল সুপার। তার জীবন সংকটাপন্ন। ঘটনা ধামাচাপা দিতে পরে লিজনকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। ছেলের সুচিকিৎসা ও নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্ততক্ষেপ চান তিনি।

জেল সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, ১৮ জুলাই আদালত থেকে ফেরার পর জেলগেটে তল্লাশির সময় লিজনের কাছে দুটি ইয়াবা ট্যাবলেট ও দুই হাজার টাকা পাওয়া যায়। জিজ্ঞেস করলে লিজন জেল সুপার, জেলারসহ সবাইকে হুমকি দিয়ে বলেন, কারাগার থেকে বেরিয়ে তাদের পরিবারের সবাইকে হত্যা করবেন লিজন।

এ নিয়ে জেলার রিজিয়া বেগম গত ২০ জুলাই নরসিংদী মডেল থানায় একটি জিডিও করেছেন। এ ছাড়া ১৭ জুলাই রাত ৮টার দিকে নিজ কক্ষের কম্বল ও বালিশে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন লিজন। এ কারণে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

জেলা কারাগারের চিকিৎসক মাহমুদুল বাশার কোনো হাজতি অসুস্থ হওয়ার বিষয়ে জেল কর্তৃপক্ষ তাকে কিছু জানায়নি বলে জানান।

আরও পড়ুন

×