ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে টাকা হাতিয়ে রাজশাহীতে আত্মগোপন, বাবা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামে টাকা হাতিয়ে রাজশাহীতে আত্মগোপন, বাবা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার হাসিব শেখ ও তার বাবা হেদায়েত শেখ - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৬:৩২

চট্টগ্রামে ব্যবসায়ীর ৫৪ লাখ টাকা হাতিয়ে রাজশাহীতে আত্মগোপনে থাকা এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত রোববার রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তাদের চট্টগ্রামে আনা হয়।

গ্রেপ্তার হাসিব শেখ (২৭) ও তার বাবা হেদায়েত শেখের (৫৫) বাড়ি পিরোজপুর জেলায়। দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় থাকতেন।

পিবিআই জানায়, এম এস জাওয়াদ এন্টারপ্রাইজ নামে একটি সিগারেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের সুপারভাইজার ছিলেন হাসিব শেখ। গত ১০ অক্টোবর অফারে সিগারেট কিনে দেওয়ার কথা বলে ইপিজেড এলাকার মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৩ লাখ ৮৮ হাজার টাকা নেন। এরপর থেকে হাসিবের আর কোনো খোঁজ মিলছিল না। এ ঘটনায় গত ১৭ অক্টোবর ইপিজেড থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী মাসুদ রানা। গত ২৮ ডিসেম্বর মামলাটির তদন্তভার পায় পিবিআই।

মামলার তদন্তকর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইখতিয়ার উদ্দিন সমকালকে জানান, যেই দিন ব্যবসায়ীর কাছ থেকে চেক পান সেদিনই টাকাগুলো তুলে নিয়ে মা-বাবাকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম ছেড়ে রাজশাহীতে গিয়ে আত্মগোপন করেন হাসিব। তাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্তের সব পথ বন্ধ করে দেয়। একপর্যায়ে পিবিআই জানতে পারে মোটরসাইকেল চালানো তার শখ। আত্মসাৎ করা টাকায় মোটরসাইকেল কিনবে- এমন একটা ধারণা ছিল তাদের। বিভিন্ন জেলা ও মহানগরে ট্রাফিক আইনে মামলাগুলো নজরে রাখা হচ্ছিল বলে জানান তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা আরও জানান, গত ২০ জানুয়ারি অনলাইনে দেখা যায়, রাজশাহী মহানগরে হাসিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাফিক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে রাজশাহী গিয়ে 'কেস স্লিপে' একটি মোবাইল নম্বর পান। সেই মোবাইল নম্বরের সূত্র ধরে হাসিবের সন্ধান পাওয়া যায়। ছেলের আত্মসাৎ করা টাকা হেফাজতে রাখা ও পালাতে সহায়তা করায় বাবা হেদায়েত শেখকেও ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

×