গৌরনদীতে গরু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৫:১৭
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব সমরসিংহ গ্রামের গরু ব্যবসায়ী আ. জব্বার আকনের বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতের হামলায় গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন- গৃহকর্তা আব্দুল জব্বার আকন (৬০), তার স্ত্রী সোমেলা বেগম (৫০) ও ছেলে মো. তৈয়ব আলী আকন (৩০)। সোমেলা ও ছেলে তৈয়বকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তৈয়বের অবস্থা আশঙ্কাজনক।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত জব্বারের ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর ডাকাতরা পরিবারের সবার হাত-পা বেঁধে রেখে ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাত দল ঘরের ভেতরে থাকা অবস্থায় জব্বারের স্ত্রী সোমেলা ও তার ছেলে তৈয়ব চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা এসে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জব্বারকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ডাকাতি
- আহত
- গৌরনদী
- গরু ব্যবসায়ী
- হামলা