ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সৌদি আরবে মৃত্যু

আড়াই মাস ধরে তফাজ্জলের লাশের অপেক্ষায় স্বজনরা

আড়াই মাস ধরে তফাজ্জলের লাশের অপেক্ষায় স্বজনরা

তফাজ্জল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ মে ২০২৩ | ১১:০১ | আপডেট: ২৫ মে ২০২৩ | ১১:০১

ভাগ্যের সন্ধানে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা তফাজ্জল হোসেন (৪২)। সেখানেই কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুর পর আড়াই মাস পেরিয়ে গেলেও তার লাশ এখনও দেশে ফেরত আসেনি। তফাজ্জলের লাশের অপেক্ষায় আহাজারি আর হতাশায় দিন কাটছে অসহায় স্বজনদের।  

তফাজ্জল হোসেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মরহুম আশ্রাফ আলীর ছেলে।

তফাজ্জলের স্ত্রী শরীফা খাতুন জানান, গত ১০ মার্চ সৌদি আরবে তার স্বামী মারা যান। তার লাশ সৌদি আরবের সারফিয়া বর্ষন হাসপাতালে রয়েছে। স্বামীর লাশ এখনও দেশে না আসায় গত ১১ এপ্রিল প্রবাসী ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক বারবারে লিখিত আবেদন করেছেন তিনি।

শরীফা খাতুন বলেন, আমার স্বামীর লাশ কবে দেশে আসবে বা আদৌ আসবে কি-না জানি না। আমি ও আমার দুই শিশুসন্তান তার লাশের অপেক্ষায় প্রতিটি দিন পার করছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি, তারা যেন আমার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন।

এদিকে ছেলের লাশের অপেক্ষায় প্রায়ই কেঁদে কেঁদে জ্ঞান হারান তফাজ্জলের মা উম্মে কুলসুম।

ময়মনসিংহের জনশক্তি জরিপ কর্মকর্তা এস এম জাহাঙ্গীর সোহেল বলেন, লাশ দেশে ফেরত আনার আবেদন যথাযথ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের কাছে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

আরও পড়ুন

×