ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাংবাদিক নাদিমের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

সাংবাদিক নাদিমের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জুন ২০২৩ | ১২:৩৪ | আপডেট: ১৮ জুন ২০২৩ | ১২:৩৪

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার বিএনপির প্রতিনিধি দলটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচরে তার গ্রামের বাড়ি যান। এ সময় তারা নাদিমের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোজঁ খবর নেন।

এ সময় বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, জামালপুর-১ আসনে বিএনপিদলীয় সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর ও সদস্য সচিব ফখরুজ্জামান মতিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নাদিমের পরিবারের সদস্যদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপির সকল নেতাকর্মী সাংবাদিক নাদিমের পরিবারের পাশে আছে এবং সবসময় থাকবে। 

এদিকে সাংবাদিক নাদিম হত্যার নিন্দা জানিয়ে এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ দুপুরে বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জহির উদ্দিন স্বপন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স ও সাইফুল ইসলাম শাকিল তালুকদার প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নাদিম হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাই এবং খুব কম সময়ের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×