চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলায় মামলা, তদন্তের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১৫:২৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১৫:২৭
চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিসহ ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করা হয়। কার্যালয়ে হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার সমাবেশও করে নগর বিএনপি।
মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ নাম উল্লেখ থাকা বাকিরা হলেন- আনোয়ারুল আলম চৌধুরী, ওমর খৈয়াম, গোবিন্দ দাস, মোহাম্মদ তুষার ও ব্ল্যাক হৃদয়। তারা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মী। মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
বাদীর আইনজীবী হাসান আলী চৌধুরী বলেন, কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ বিএনপির মামলা গ্রহণ করেনি। তাই আদালতে মামলা করতে হয়েছে। শুনানি শেষে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এজাহারে বলা হয়, গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি করে বিএনপি। কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিমের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কার্যালয়ে থাকা এক লাখ টাকা দামের একটি ল্যাপটপ লুট হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায়।
যদিও নুরুল আজিম দাবি করেন, সেদিন যে সময়ের কথা বলা হচ্ছে, তখন তিনি নগরের লালখান বাজার আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থীর কার্যালয়ে হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তারা পুলিশে দিয়েছিলেন। এই আক্রোশ থেকে বিএনপির করা মামলায় তাঁর নাম দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরে পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির একদল নেতাকর্মী নগরের ওয়াসা মোড়ে নৌকা প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এরপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কাজীর দেউড়ি-সংলগ্ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়।
- বিষয় :
- চট্টগ্রাম
- বিএনপি
- হামলা-ভাঙচুর