চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৭ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৭
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে দলের ২৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোছলেম উদ্দিন আহমেদকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। পরে সভাপতি মোছলেম উদ্দিন মারা গেলে সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এরপর গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি পদ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নবীন ও প্রবীণদের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগের কমিটির ৫০ জন এবং নতুন ২৫ জন নতুন মুখ নিয়ে এই কমিটি করা হয়েছে। সাবেক অনেক ছাত্রনেতাকে কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে।’
প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবছার উদ্দিনকে এক নম্বর উপদেষ্টা করে একটি কমিটি করা হয়েছে। মূল কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের আওতাধীন আরও চারজন সংসদ সদস্য, যথাক্রমে শামসুল হক, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীকে কমিটিতে সদস্য করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে ১১ জনকে সহ সভাপতি, তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- এসএম আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহাজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মুক্তিযোদ্ধা মো. কাশেম, মো. নাসির উদ্দিন ও আইয়ুব আলী। যুগ্ম সম্পাদক হয়েছেন- প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন ও মোছলেহ উদ্দিন মনসুর। সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মোস্তাক আহমেদ আঙ্গুর, আ ন ম টিপু সুলতান ও হায়দার আলী রনি। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু।
- বিষয় :
- চট্টগ্রাম
- আওয়ামী লীগ
- পূর্ণাঙ্গ কমিটি