ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাশিমপুর কারাগার

কারারক্ষীর মোজায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা

কারারক্ষীর মোজায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ প্রবেশকালে ২০০ ইয়াবাসহ মতিউর রহমান নামের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে আটক করে।

এ ঘটনার পর বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। মতিউর রহমানের বাড়ি ঢাকার ধামরাই থানা এলাকায়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরে কারারক্ষী মতিউর রহমান কারাগারে প্রবেশ করছিল। এ সময় প্রধান গেটে দায়িত্বপ্রাপ্ত অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। পরে তার পায়ের মোজার মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকানো দুটি পুটলির সন্ধান পাওয়া যায়। এর একটিতে ৯৮টি, অন্যটি থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনাটি কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে মতিউর রহমানকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ওই কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলবে।

আরও পড়ুন

×