উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

এস এম নুনু মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩০
সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়ার বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বিকেলে খায়রুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন।
খায়রুল ইসলাম বিশ্বনাথের জানাইয়া গ্রামের আবদুল বারীর ছেলে। তার দায়ের করা সাইবার মামলা নং ১৯০/২০২৩।
মামলাটি সাইবার ট্রাইব্যুনালে হলেও শুনানি হয় সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে। শুনানি শেষে সাইবার আদালতের বিচারক ও জেলা জজ মো. সাইফুর রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী মো. আবদুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।
মামলায় দুই আসামির মধ্যে প্রধান আসামি করা হয়েছে এস এম নুনু মিয়াকে। অপর আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল হককে (৫৫)। তিনিও পূর্ব জানাইয়া গ্রামের আবদুল আলীর ছেলে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর নুনু মিয়াকে আসামি করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জানাইয়া গ্রামের শ্রমিক নেতা ময়না মিয়া।