ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

সাবেক স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২১:২০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২১:২০

সাবেক স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার সকালে দুপ্তারা ইউনিয়নের গিরদা চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউসুফ আলী গিরদা চৌধুরীপাড়া এলাকার লতিফ খন্দকারের ছেলে। সোমবার রাতে ইউসুফকে একমাত্র আসামি করে আড়াইহাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন তাঁর সাবেক স্ত্রী।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের পর থেকে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত ইউসুফ। পরে ইউসুফ বিদেশে গিয়ে স্ত্রী-সন্তানের ভরণপোষণের খরচ দিত না। বিদেশ থেকে ফিরে ইউসুফ স্ত্রীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত বছর ইউসুফকে তালাক দেন স্ত্রী। তার পর থেকেই সাবেক স্ত্রীকে হত্যার হুমকি দিত ইউসুফ।

এক পর্যায়ে তাদের অন্তরঙ্গ সময়ের ধারণ করা ভিডিও ক্লিপস ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় সাবেক স্ত্রী মামলা করেন। 

ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আসামিকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×