ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোনাবাড়িতে থেমে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

কোনাবাড়িতে থেমে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আগুনে পুড়ছে বাস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৬:৪৭

গাজীপুরের কোনাবাড়িতে কলেজ গেট এলাকায় আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে ৪-৫ জন যুবক বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ৪-৫ জন যুবক কোনাবাড়ির কলেজ গেটে রাখা আজমেরি পরিবহনের বাসটিতে ভাঙচুর শুরু করেন। পরে তারা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের খবর দেন। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী  ট্রাকচালক আজমত আলী বলেন, বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় ৪-৫ জন যুবক মোটরসাইকেলযোগে এসে পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

কোনাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর কোনাবাড়ি বিএনপির উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হরতালের পক্ষে একটি মশাল মিছিল বের হয়। বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখছি।

আরও পড়ুন

×