দৌলতদিয়া-পাটুরিয়ায় ট্রাক পারাপার বন্ধ থাকবে ৭ দিন

ফাইল ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ২০:৫১
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে সাত দিন বন্ধ থাকবে ট্রাক পারাপার। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি ও পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন ও ঈদের পরে তিন দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কোনো ট্রাক পার করা হবে না। এছাড়া দুর্ঘটনা এড়াতে ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন এই নৌরুটে মালবাহী নৌযান ও বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এখানে যাত্রী ও যানবাহন পারাপারে ১৫টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে। ঘাটের কর্মীদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি যেন না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখা হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে তিনি বলেন, ‘মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস, দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।
- বিষয় :
- রাজবাড়ী
- দৌলতদিয়া
- দৌলতদিয়া-পাটুরিয়া