সন্তানের পা বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা, বিচার চান বাবা

সংবাদ সম্মেলন আব্দুল মজিদ মোল্লাসহ পরিবারের সদস্যরা। ছবি: সমকাল
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৭:৪১
পাবনার বেড়ায় মাসুদ রানা নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে পা কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছেন তাঁর বাবাসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বেড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। পরে বেড়া প্রেস ক্লাব ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন।
মাসুদ রানা উপজেলার শানিলা গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। সংবাদ সম্মেলনে মাসুদের মা জাহানারা বেগম, ভাই সেলিম রেজা ও সোহেল তাজ, চাচা আব্দুর রউফ মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বাবা আব্দুল মজিদ বলেন, গত ২৫ মে তাঁর ছেলে মাসুদ রানা বাড়ির পাশে দোকানে চাল কিনতে যান। এ সময় অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাঁর হাত ভেঙে দেয় এবং একটি আঙ্গুল কেটে ফেলেছে।
সন্ত্রাসীরা বাড়ি-ঘর ভেঙে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র লুট এবং নারী ও শিশুদের ওপর আক্রমন করেছে অভিযোগ করে আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পঙ্গু হাসপাতালে নেওয়া হলেও সেখানে পা জোড়া লাগাতে পারেননি চিকিৎসক।
তাঁর ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জানিয়ে বাবা বলেন, বেড়ার ইউএনও কার্যালয়ে মাসুদের কাটা পা নিয়ে তারা বিচার চাইতে গিয়েছিলেন। তিনি উপস্থিত না থাকায় কর্মকর্তারা ছবি তুলে তাঁকে বিষয়টি বলবেন বলে আস্বস্ত করেছেন। কিন্ত আজ পর্যন্ত বিচার পাননি। পুলিশ বাড়িতে এলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনের জন্য পুলিশ কর্মকর্তারা অনেকে বাইরে ছিলেন। এখন সবাই চলে এসেছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- পাবনা
- হামলা
- পা বিচ্ছিন্ন