ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

ছয় মাসের মধ্যে কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরুর দাবি

ছয় মাসের মধ্যে কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরুর দাবি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিষদের নেতারা। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:৩৬

কর্ণফুলী নদীর কালুরঘাটে নতুন সেতু নির্মাণের কাজ ছয় মাসের মধ্যে শুরু করার দাবি জানিয়েছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। একই সঙ্গে পদ্মা সেতুর মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এর আগে গত ২৭ জুন সংশ্লিষ্ট নির্মাণ কাজের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঋণ চুক্তির পর কালুরঘাট সেতুতে অর্থায়নের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিজেদের অবস্থান তুলে ধরতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবদুল মোমিন বলেন, কর্ণফুলী নদীর ওপর যে কালুরঘাট রেলসেতু আছে, সেটা প্রায় ১০০ বছরের পুরোনো ও জরাজীর্ণ। আশির দশক থেকেই বারবার জোড়াতালি দিয়ে এটি সচল রাখা হয়েছে। অনেকটা লাইফ সাপোর্টে রেখে যেভাবে প্রাণ বাঁচিয়ে রাখা হয়, সেভাবে সেতুটিকে বাঁচিয়ে রাখা হয়েছে। এক বছর ধরে জোড়াতালির সংস্কার কাজের জন্য সেতু দিয়ে যানবাহন চলাচলও বন্ধ আছে। বিকল্প উপায়ে ফেরি দিয়ে মানুষ পারাপার করতে গিয়ে ইতোমধ্যে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই এখানে নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব রমেন দাশগুপ্ত ও সদস্য উত্তম সেন গুপ্ত। উপস্থিত ছিলেন পরিষদের সমন্বয়কারী আলমগীর মোরশেদ বাবু, অমল কান্তি নাথ, উজ্জ্বল সরকার, সেহাব উদ্দিন সাইফু, নেছার আহমেদ খান, তপন দাশগুপ্ত, সাদেকুর রহমান সবুজ, সাংবাদিক নুরুল  আবসার, রণজিৎ চৌধুরী বাচ্চু, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক প্রমুখ। 
 

আরও পড়ুন

×