ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ছাত্রদলের আহ্বায়কের বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা 

ছাত্রদলের আহ্বায়কের বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা 

বানিয়াচং থানা- সমকাল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ২১:১৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন ও তার ভাই মাছুম খানের নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘরের আসবাব ভাঙচুর, নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল রহমান রকি। 

এমদাদুল রহমান রকি জেলা বিএনপির সাবেক সহসভাপতি মরহুম নুরুল ইসলাম মিয়ার ছেলে। সরেজমিন তার বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দরজা-জানালা ভাঙা। মেঝেতে ড্রেসিং টেবিলের টুকরো কাচ পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র। এ সময় রকি জানান, তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কোনো কারণ ছাড়াই তাদের বাড়িতে হামলা হয়েছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি থানায় মামলা করবেন। 

হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, এলাকার সর্দার মতিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগ নেতা মাহমুদ হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসাইন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×