চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ

চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ। শুক্রবার চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২০:২৬
চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আনসার সদস্যরা। শুক্রবার দুপুরে নগরের আসকারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে আসকারদিঘিরপাড় এলাকায় জড়ো হন আনসার সদস্যারা। দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। পরে জেলা কমান্ড্যান্টের কাছে দাবি উপস্থাপন করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষুব্ধ আনসার সদস্যরা বলেন, দেশের ক্রান্তিকালে আমরাই কাজ করেছি। পুলিশ বা ব্যাটালিয়ন আনসারদের সঙ্গে দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। চাকরি জাতীয়করণ করা হয় না। আমাদের একটাই দাবি, চাকরি জাতীয়করণ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
আনসার বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এএইচএম সাইফুল্লাহ হাবিব বলেন, আমরা আন্দোলনকারীদের সঙ্গে বসেছি। সেনাবাহিনীও ছিল। তাদের দাবির বিষয়টি সদরদপ্তরে জানানো হয়েছে।
- বিষয় :
- চাকরি জাতীয়করণ
- দাবি
- আনসার ও ভিডিপি
- সদস্য
- চট্টগ্রাম