চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ২০:৩২
চট্টগ্রাম সরকারি কলেজে গত দেড় মাসে দুই দফায় সংঘর্ষের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার কলেজ অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় একাডেমিক কাউন্সিলের ১৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলো।
এর আগে ২৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, হল সংস্কারসহ পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদের নেতৃত্বে কর্মসূচিতে অর্ধশত শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো ছিল– শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনো স্থাপনার নামকরণ, আওয়ামী সরকারের অপকর্মে জড়িত শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতি প্রদানের ব্যবস্থা করা। এর পরই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা এলো।
- বিষয় :
- চট্টগ্রাম
- ছাত্র রাজনীতি
- বন্ধ ঘোষণা