আলফাডাঙ্গা
আলুর কেজি ৭৫ টাকা, বিক্রি নেমেছে অর্ধেকে

আলফাডাঙ্গা সদর বাজারে রোববার সকালে প্রতি কেজি আলু ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে (ছবি-ইকবাল হোসেন)
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১০:৩৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১১:৩৫
ফরিদপুরের আলফাডাঙ্গায় আলুর দাম বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। রোববার সকালে আলফাডাঙ্গা সদর বাজারে প্রতি কেজি আলু ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন- এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
আলফাডাঙ্গা সদর বাজারে কাঁচা তরকারি কিনতে আসা মাকসুদ আলম ও মনিরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে প্রতি কেজি আলু ৬৫ থেকে ৭০ টাকায় কিনেছি। সেই আলু এখন ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির বাজারও চড়া। প্রতি কেজি শিম ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা, পাতাকপি ৭০ টাকা, ফুলকপি ১২০ টাকা, বেগুন ৭০ টাকা, পটল ৭০ টাকা, করলা ৮০ টাকা, প্রতিটি লাউ প্রকারভেদে ৬০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ও পালং শাক বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
আলুর পাইকারি ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, মোকামে আলুর দাম বেশি ও আমদানি কম। বেশি দামে কিনলে আমাদের বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হয়। এ অঞ্চলে আলুর উৎপাদন হয় না।
আলফাডাঙ্গা কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি জুদ্দু শেখ বলেন, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে আলু কেনার জন্য বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে। আমার ব্যবসায়ী জীবনে পুরানো আলু ৭৫ টাকা কেজি কখনও দেখিনি। আলু বিক্রি অর্ধেকে নেমে এসেছে। কিছু দিনের মধ্যে নতুন আলু বাজারে আসলে পুরানো আলুর দাম কমেবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন বলেন, বাজার পর্যবেক্ষণে জোর দেওয়া হবে। পাশের উপজেলাগুলোতেও খবর নিয়ে দেখতে হবে। অন্য এলাকা থেকে আলুর দাম আলফাডাঙ্গায় বেশি হলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- আলু
- মূল্যবৃদ্ধি
- আলফাডাঙ্গা