ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রাম

অস্ত্র হাতে তালা ভেঙে বাসায় ঢোকার চেষ্টা দুই যুবকের 

অস্ত্র হাতে তালা ভেঙে বাসায় ঢোকার চেষ্টা দুই যুবকের 

সিসি ক্যামেরায় অস্ত্র হাতে দেখা গেছে একজনকে (ছবি-সংগৃহীত)

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ০১:০৯

চট্টগ্রামের পতেঙ্গার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় বুধবার দুপুরে অস্ত্র হাতে একটি বাসার তালা ভাঙার চেষ্টা করেছে দুই যুবক। তবে আশপাশের লোকজনের বাধায় তারা পালিয়ে যায়। সেখানকার লোকজন তাদের ধাওয়া দিলে গুলি ছুড়তে ছুড়তে চলে যায় ওই দুই যুবক। ওই আবাসিক এলাকার ‘জসিমের বিল্ডিং’ নামের একটি ভবনে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, সৈকত আবাসিক এলাকায় ‘জসিমের বিল্ডিং’ নামের একটি ভবনের তালা ভেঙে বাসায় ঢোকার চেষ্টা করে তারা। এ সময় ওই বাসায় কেউ ছিলেন না। পাশের বাসার লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে দুই যুবক গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। 

ডাকাতি করতে, নাকি অন্য কোনো কারণে বাসাটিতে তারা ঢোকার চেষ্টা করেছিল তা তদন্ত করা হচ্ছে জানিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাসাটিতে পোশাককর্মী স্বামী-স্ত্রী থাকেন। তাঁরা গ্রামের বাড়ি রাউজান গেছেন। 

আরও পড়ুন

×