খুলনায় আটক ২ পাটকল শ্রমিক নেতাকে গ্রেফতার দেখাল পুলিশ

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১২:০৯
খুলনায় সদ্য বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের দুইজন শ্রমিক নেতাকে রোববার রাতে আটকের পর সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদেরকে ২০১৯ সালে দায়ের হওয়া পুলিশ বক্সে হামলা ও ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ওই দুই শ্রমিক নেতা হলেন ইস্টার্ন জুট মিলের শ্রমিক ও পাট শিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক ও পাট শিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলাম।
অলিয়ার রহমানের ছেলে নাঈম শেখ জানান, গত রোববার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাড়িতে কয়েকজন লোক এসে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। তাদের হাতে ওয়ারলেস ও রাইফেল ছিল। আমরা দরজা খুললে তারা বলে বাবাকে নিয়ে মিলে যাবে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাবাকে নিয়ে গাড়িতে করে চলে যায়।
নূর ইসলামের ছেলে মো. জুয়েল বলেন, রোববার রাত সাড়ে তিনটার দিকে কিছু লোক আমাদের খালিশপুরের বিআইডিসি রোডের বাসায় আসে। এ সময় তারা বলতে থাকে এই দরজা খুলুন আগুন লেগেছে। তখন আমরা তাদের বলি আপনারা কারা, তারা বলে আমরা ফায়ার সার্ভিসের লোক। তারপর চোখের পলকে বাবাকে নিয়ে চলে যায়।
অলিয়ার রহমানের পরিবারের সদস্যরা জানান, রোববার বিকালে তাদের বাড়িতে অলিয়ার পাটকলের কয়েকজন শ্রমিককে নিয়ে কথাবার্তা বলেন। এরপর রাতে তাকে আটক করা হয়।
এদিকে সোমবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও এডিসি কানাই লাল সরকার জানান, শ্রমিক অলিয়ার রহমান ও নূর ইসলামকে সোমবার বিকাল ৫টায় নগরীর দৌলতপুর থানার বিএল কলেজে রোডের বিদ্যুৎ অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালের ৪ এপ্রিল দৌলতপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, ২০১৯ সালের ৪ এপ্রিল পাটকল শ্রমিকদের আন্দোলন চলাকালে শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাংচুর চালায়। ওই ঘটনায় মামলা দায়ের হয়েছিল।
- বিষয় :
- খুলনা
- রাষ্ট্রায়ত্ত পাটকল
- শ্রমিক নেতা
- গ্রেফতার