পাঁচ টনের বেশি ওঠা নিষেধ, ব্রিজে উঠেছিল ২০ টনের কয়লাবোঝাই ট্রাক

ছবি: সমকাল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ১৭:৫৫
পিরোজপুরের ইন্দুরকানীতে ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ ভেঙে নিয়ে পড়েছে কয়লাবোঝাই ট্রাক। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বাঘারহাট চণ্ডিপুর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পিরোজপুর-সন্ন্যাসী আঞ্চলিক সড়কের ওই সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। তাই সেখানে পাঁচ টনের বেশি পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার নোটিশ দিয়ে রেখেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ট্রাকটিতে ২০ টন কয়লা ছিল বলে জানা গেছে।
এলাকাবাসী জানিয়েছেন, ট্রাকটিতে করে ২০ টন কয়লা নেওয়া হচ্ছিল আরওয়ান ব্রিকস নামের একটি ইটভাটায়। সেটি বৃহস্পতিবার রাত তিনটার দিকে বাঘারহাট চণ্ডিপুর বাজারের কাছের বেইলিব্রিজে উঠে। মাঝামাঝি গিয়েই পুরো ব্রিজসহ ট্রাকটি নিচের মালবাড়ী খালে পড়ে যায়।
আরওয়ান ব্রিকসের মালিক মারুফ বিল্লাহর ভাষ্য, তার ভাটার জন্য খুলনার নওপাড়া থেকে ২০ টন কয়লা ট্রাকে করে পাঠানো হয়। ঝুঁকিপূর্ণ সেতু দেখেও চালক ট্রাক নিয়ে সেটিতে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে তার সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়।
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর ভাষ্য, ওই সেতু ভেঙে যাওয়ার কলারণ ফেরিঘাট থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।
স্থানীয় লোকজন জানায়, একই সড়কে এমন আরও তিনটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ আছে। এগুলো ফকিরহাট, চণ্ডিপুর মিলবাড়ী ও ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের চালনায় অবস্থিত। সবগুলো সেতুই গত শতকের নব্বইয়ের দশকে নির্মিত। দীর্ঘদিন আগেই এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু জোড়াতালি দিয়ে চলছে যানবাহন। গার্ডার বসিয়ে এসব জায়গায় সেতু নির্মাণের প্রস্তাবনা থাকলেও বাস্তবে তা হয়ে ওঠেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী জানান, সওজের নিষেধাজ্ঞা অমান্য করে কয়লাবোঝাই ট্রাকটি ওই সেতুতে উঠে পড়েছিল। সেটি ভেঙে খালে পড়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ আছে। এ বিষয় পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
পিরোজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহম্মেদ জানিয়েছেন, তারা ট্রাকটি উঠানো ও সেতুটির সংস্কারে চেষ্টা করছেন।
- বিষয় :
- পিরোজপুর
- ইন্দুরকানী
- সড়ক দুর্ঘটনা