চট্টগ্রামে বিএনপি নেতা ডা. শাহাদাত গ্রেপ্তার

ডা. শাহাদাত হোসেন- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ মার্চ ২০২১ | ০৯:১১
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে পাঁচলাইশের ট্রিটমেন্ট হাসপাতালের নিজ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সমকালকে জানান, ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সোমবার বিকেলে নগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায়ও ডা. শাহাদাত যুক্ত রয়েছেন।
তবে ডা. শাহাদাত হোসেনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি পুলিশের এই কর্মকর্তা।
এর আগে বিকেলে কাজীর দেউড়ি নূর আহমদ সড়ক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য এবং বিএনপির ১৫ কর্মী আহত হন। এরপর বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।